Non Hosted AdSense পাবার সবচেয়ে সহজ উপায় - ওয়েবসাইটের জন্য নিয়ে নিন AdSense খুব সহজেই
বাংলাদেশ এর So Called কিছু অ্যাডসেন্স গুরু আছে যারা গরুর রচনা লেখে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রভাল নিয়ে। কয়েক জনতো আছে নিজে নিজে নিয়মও বানায় নিছে... ডোমেইন এর বয়স ৩ থেকে ৬ মাস, ৩০-৪০ টা পোস্ট, ভিজিটর ব্লা ব্লা ব্লা...
যাইহক আপনি যদি অ্যাডসেন্স অ্যাপ্রভ করাতে চান তাহলে নিচের লেখা গুলো ফলো করুন... ওত কাহিনি করতে হবেনা।
যা লাগবেঃ
১. Blogger or Wordpress এর একটা Reponsive Template, Example: BloggingCage, Sahifa
২. মিনিমাম ১০ টা হাই কুয়ালিটি পোস্ট
৩. এই ৫ টা পেজ, সাইট এর হেডার এঃ
About Us
Contact Us
Privacy Policy
Disclaimer
Copyright issues
Contact Us
Privacy Policy
Disclaimer
Copyright issues
যেকোন সাইট থেকে কপি পেস্ট করলেই হবে
৪. Domain এর বয়স ১ দিন হলেও সমস্যা নাই
৫. Site এর ভিসিটর ০ হলেও সমস্যা নাই, তবে ২য় রেভিউ এর সময় কোনভাবে ফেসবুক থেকে ৫০ জন ভিসিটর আনাতে পারলে ভাল।
৬. Alexa Rank কোন ফ্যাক্ত না, ইভেন তারা চেকও করেনা।
৭. US, UK, Germany তে যদি কোন আত্মীয় থাকে তাহলে তাদের ঠিকানা দিয়ে খুলুন, যদি না থাকে তাহলে সমস্যা নাই।
মনে রাখবেন অ্যাডসেন্স পাওয়ার মেইন চাবি হচ্ছে কন্তেন্ট। সব জাগায়-ই বলে হাই কুয়ালিটি কন্তেন্ট-কুয়ালিটি কন্তেন্ট... তো কিভাবে লেখতে হবে এই কুয়ালিটি কন্তেন্ট?
১. মিনিমাম ৪০০ ওয়ার্ড রাখুন
২. বানান, গ্রামার ঠিক রাখুন
৩. পোস্ট এ ইমেজ অ্যাড করুন(৫-১০ টা)
৪. পোস্ট এ হেডিং ব্যবহার করুন(h2, h3)
৫. বোল্ড টেক্সট ব্যবহার করুন(b, strong)
৬. পোস্ট এর টাইটেল এমন করার চেস্টা করুনঃ
২. বানান, গ্রামার ঠিক রাখুন
৩. পোস্ট এ ইমেজ অ্যাড করুন(৫-১০ টা)
৪. পোস্ট এ হেডিং ব্যবহার করুন(h2, h3)
৫. বোল্ড টেক্সট ব্যবহার করুন(b, strong)
৬. পোস্ট এর টাইটেল এমন করার চেস্টা করুনঃ
- Top 5 Reasons why...
- 5 Best...
- **** vs ****: Why...
- How to...
- Few Working tips..
- 5 Best...
- **** vs ****: Why...
- How to...
- Few Working tips..
ধরুন আমি এই পোস্টটি লেখলামঃ
Title: Top 5 Android Games you should Install Now
Post Structure:
Paragraph:............. 5-10 Lines
<h2>Game(1) Title:</h2>
Games(1) Image(গুগল থেকে নিলে সমস্যা নাই, তবে Crop এবং Rename করে নেয়া ভাল)
<p>Game(1) Description(নিজে থেকে লিখুন)</p>
<h2>Game(2) Title:</h2>
Repeat........
পোস্ট এর শেষে ছোট আরেকটা প্যারাগ্রাফ। (৪-৫ লাইন)
আশা করি নিজে থেকে এইভাবে পোস্ট লিখে অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন।