Camera Lens for your Smartphone
আপনি কি স্মার্টফোন ব্যবহার করছেন ? আপনার ফোনের ক্যামেরা বেশি ভাল না? তাহলে আপনি খুব সহজেই ক্যামেরা ল্যান্স ব্যবহার করে সুন্দর ফটো তুলতে পারবেন।
আপনার যদি দামি ক্যামেরা না থাকে আর যদি হতে চান মোবাইল ফটোগ্রাফার তাহলে এই ক্যামেরা ল্যান্সটি আপনার অনেক উপকারে আসবে।
আপনি ভাল যেকোন শপিংমলে গেলে এই ক্যামেরা ল্যান্সটি কিনতে পারবেন। কিংবা অনলাইন শপিং থেকেও কিনতে পারবেন।
এইটার মূল্য ১৬০০-২০০০ টাকার মধ্যে। এইটা X8.0/X12.0 পর্যন্ত zoom করে ভাল মানের ছবি তুলতে পারে।
আপনি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর ছবি খুব ভাল ভাবে তুলতে পারবেন।
যেসব মোবাইলে সাপোর্ট করবে-
এইটা প্রায় সব ধরনের Android, iphone, windows প্রভৃতি স্মার্টফোনে সাপোর্ট করবে।
বাজারে বিভিন্ন মডেলের ল্যান্স রয়েছে। আপনার যেটা পছন্দ হবে সেটা নিবেন।
0 comments:
Post a Comment