Microworkers এর কাজের মধ্যে ডুকলে Job Instructions দেখতে পাবেন।
কি কি করতে হবে আর কি কি প্রুফ সাবমিট করতে হবে সব কিছু সেখানে দেওয়া থাকে।
একটি উদাহরণ দিয়ে আলোচনা করা হল -
Job Instructions:
1. Go to Google.com
2. Search the term bellow
"Best hotels in New York" (exclude quata)
3. Click any 1 unique result from the 1st page.
4. Stay that page for 30 seconds
Proof need to submit:
1. URL of page which you clicked on.
2. Copy 2 sentence from that page.
প্রথমে বলা হয়েছে Google.com এ যেতে। তাই প্রথমে Google.com এ যাবেন। পরে Best hotels in New York এইটা লিখে সার্চ করবেন। সার্চ করলে অনেক গুলা Results পাবেন। সেখান থেকে ad এর Results গুলা বাদ দিয়ে যেকোন একটি result এ ক্লিক করুন। পরেসেই website এ ডুকবে।
সেই website এর লিংকটি কপি করে proof box এ গিয়ে 1. দিয়ে paste করবেন। পরে সেই website থেকে যেকোন ২ টা sentence কপি করে 2. দিয়ে paste করে দিবেন। একের অধিক থাকলে নম্বরের সাহায্যে সিরিয়াল অনুযায়ী paste করে দিবেন। কোন ভাবেই যেন উল্টাপাল্টা না হয়। একটি প্রুফের ক্ষেত্রে নম্বর দিবেন না। শুধু প্রুফ টি paste করে দিবেন।
Example-
1. http://boutiquehotels-newyork.com
2. Located on a cobbled street in the SoHo neighborhood, this contemporary design hotel features a beautiful inner courtyard and an on-site terrace restaurant. Free Wi-Fi is available throughout the hotel.
0 comments:
Post a Comment