আজকে আপনাদের যে PTC সাইটের কথা বলবো তা হল Ojooo.
Ojooo জনপ্রিয় আকটি পিটিসি সাইট। অন্যান্য সকল PTC সাইটের তুলনায় এই সাইটে কাজ করে অনেক বেশি ডলার ইনকাম করতে পারবেন। এখানে প্রতিদিন ৪৫-৮০ টি ad দিয়ে থাকে। কয়েকটি ad $0.01 করে দেয় আর কিছু $0.005 করে আর বাকি গুলো সব $0.001 করে দেয়। সুতরাং বুঝতেই পারছেন দামী সাইট। এই সাইটটি Legit Site.
তাই কাজ করে প্রতারিত হবার কোন আশঙ্কা নাই। নিশ্চিন্তে কাজ করতে পারেন।
প্রথমে Ojooo এই সাইটে প্রবেশ করতে হবে। উপরে ডান পাশে Sign up অপশন দেখতে পারবেন। সেখানে Click করে আপনার নাম, ইমেল এড্রেস, ফোন নম্বর, এড্রেস ইত্যাদি দিয়ে Sign up করুন। Complete হলে আপনার ইমেইল এড্রেসে একটি Confirmation ইমেল পাঠানো হবে।
ইমেইলের মধ্যে ডুকে Confirm করুন। এবার আপনি আপনার Profile এ আপনার সব Details দেখতে পারবেন। প্রয়োজন পড়লে Edit করে নিতে পারেন।
উপরে বাম পাশে Earn Money অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করে Paid To Click এ ক্লিক করেন। আপনি অনেক গুলা ads দেখতে পারবেন। একটাতে ক্লিক করেন। সেই ad টি নতুন Tab এ অপেন হবে। আর সেই সাথে আপনার ad এর টাইমও রান করবে। ad এর value বেশি হলে time বেশি লাগবে। Time শেষ হলে V/I আকারের captcha দিতে হবে। মোবাইলে হলে অই captcha টার উপরে same অইটা draw করেন তাহলেই কাজ শেষ। পরে Thank you! Account has been credited এই লেখা দেখতে পারবেন।
সব গুলা ad এভাবেই ক্লিক করে শেষ করুন। এই সাইটে Direct Referral আর Rental Referral এর সুবিধা রয়েছে। ১ টি Rented Referral এর মূল্য $0.20 করে। এরা আপনার জন্য নির্দিষ্ট সময় কাজ করবে। যতো পারেন Referral বাড়ান। তাহলেই প্রচুর ডলার ইনকাম করতে পারবেন।
|| ধন্যবাদ ||
Ojooo er moto aro kisu site din...plz....
ReplyDeleteWait for updates.
DeleteThank you