বাংলাদেশের ক্রিকেটার বিয়ের প্রস্তাব পেলেন ভারতে৷বুধবার ধরমশালায় টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেদারল্যান্ডস৷ম্যাচ চলাকালীনই গ্যালারিতে এক তরুণীর হাতে ‘ম্যারি মি সাব্বির’ লেখা প্ল্যকার্ড দেখা যায়৷বাংলাদেশের ক্রিকেটারের ভারতে এরকম বিয়ের প্রস্তাব পাওয়ার ঘটনা বেনজির৷
সদ্য সমাপ্ত এশিয়া কাপে সাব্বিরের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।পাঁচ ম্যাচে ১৭৬ রান করে টুর্নামেন্টের সেরাও হয়েছেন তিনি৷এর মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ৮০ রানের ইনিংসও ছিল দেখার মতো৷সাব্বিরের পাওয়ার হিটিং ট্যালেন্টে মুগ্ধ হয়েছেন অনেকেই৷যদিও নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ১৫ রান করেই ফিরে যান তিনি৷
দলীয় ১৮ রানে ওপেনার সৌম্য সরকার সাজঘরে ফিরে যান। তখনই ব্যাটিংয়ে আসেন সাব্বির। তিনি ব্যাটিংয়ে নামার অল্প কিছুক্ষণের মধ্যে ধর্মশালার গ্যালারি থেকে এক নারী প্ল্যা কার্ডে লিখে বিয়ের প্রস্তাব দেন সাব্বিরকে। সেখানে লেখা ছিল সাব্বির ‘প্লিজ ম্যারি মি’।
এশিয়া কাপের চূড়ান্ত পর্বের সবচেয়ে বেশি রান করে সাব্বির রহমান পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। পাঁচ ম্যাচে তিনি করেছেন ১৭৬ রান। যাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের একটি ঝলমলে ইনিংস রয়েছে। তাঁর পরেই আছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। সমান ম্যাচ থেকে তিনি করেছেন ১৫৩ রান।
diganta.com/article/detail/4435#sthash.hR4QE0Ia.dpuf
0 comments:
Post a Comment