Microworkers এ যেভাবে কাজ করবেন
প্রথমে Microworkers এই ঠিকানায় ডুকুন। উপরে Register for free লেখা দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনার ইমেইল, নাম, এড্রেস, মোবাইল নম্বর, পাসওয়ার্ড ইত্যাদি দেন।
পাসওয়ার্ড দেওয়ার সময়
seaaSDH35 এই রকম করে দেওয়ার চেষ্টা করুন। আপনাকে অবশ্যই capital letter, small letter, numeric এই তিনটি অবশ্যই দিতে হবে।
অবশ্যয় সঠিক ঠিকানা ব্যবহার করবেন।
Sign up কম্পলিট হলে আপনার ব্যবহার করা ইমেইলের মধ্যে একটি ইমেইল পাথাবে। সেই ইমেইলের মধ্যে একটি confirmation link দিবে। সেটাতে ক্লিক করে আপনার একাউন্ট active করুন। আপনার মোবাইল নম্বর অবশ্যই verify করে নিন। পরে দরকার পড়বে।
সব কিছু শেষ হলে একাউন্ট এ আপনি job list দেখতে পাবেন। একেক সময় একেক পরিমাণ জব থাকে। আপনি HG Jobs এর অপশন ও দেখতে পাবেন। কিন্তু নতুন অবস্থায় এই কাজ পাবেন না।
HG jobs মানে hire group jobs. আপনি যখন $3+ ইনকাম করে ফেলবেন তখন employeer রা আপনাকে তাদের গ্রুপে add করবে তাদের কাজ গুলা করার জন্য। তারা যখন কাজ ছাড়বে তখন আপনি HG jobs এ ডুকলে তাদের কাজ গুলা পাবেন আর করতে পারলে করবেন। HG jobs নতুন অবস্থায় কম পাওয়া যায়।
Job এর পাশে দেখতে পারবেন Payment, Success rate %, TTR, TTF, Done এই রকম লেখা আছে। এই গুলোর পূর্ণরূপ হল:
প্রথমে Microworkers এই ঠিকানায় ডুকুন। উপরে Register for free লেখা দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনার ইমেইল, নাম, এড্রেস, মোবাইল নম্বর, পাসওয়ার্ড ইত্যাদি দেন।
পাসওয়ার্ড দেওয়ার সময়
seaaSDH35 এই রকম করে দেওয়ার চেষ্টা করুন। আপনাকে অবশ্যই capital letter, small letter, numeric এই তিনটি অবশ্যই দিতে হবে।
অবশ্যয় সঠিক ঠিকানা ব্যবহার করবেন।
Sign up কম্পলিট হলে আপনার ব্যবহার করা ইমেইলের মধ্যে একটি ইমেইল পাথাবে। সেই ইমেইলের মধ্যে একটি confirmation link দিবে। সেটাতে ক্লিক করে আপনার একাউন্ট active করুন। আপনার মোবাইল নম্বর অবশ্যই verify করে নিন। পরে দরকার পড়বে।
সব কিছু শেষ হলে একাউন্ট এ আপনি job list দেখতে পাবেন। একেক সময় একেক পরিমাণ জব থাকে। আপনি HG Jobs এর অপশন ও দেখতে পাবেন। কিন্তু নতুন অবস্থায় এই কাজ পাবেন না।
HG jobs মানে hire group jobs. আপনি যখন $3+ ইনকাম করে ফেলবেন তখন employeer রা আপনাকে তাদের গ্রুপে add করবে তাদের কাজ গুলা করার জন্য। তারা যখন কাজ ছাড়বে তখন আপনি HG jobs এ ডুকলে তাদের কাজ গুলা পাবেন আর করতে পারলে করবেন। HG jobs নতুন অবস্থায় কম পাওয়া যায়।
Job এর পাশে দেখতে পারবেন Payment, Success rate %, TTR, TTF, Done এই রকম লেখা আছে। এই গুলোর পূর্ণরূপ হল:
- Payment - আপনাকে এই কাজের জন্য যত $ দিবে।
- Success rate %- এই জব টি করে শতকরা কত জন ইতিমধ্যে rate/payment পেয়ে গেছেন।
- TTR- Time to Rate, Employeer আপনাকে কত দিনের মধ্যে রেট করবে।
- TTF- Time to Finish, আপনার কাজটি করতে কতো সময় লাগতে পারে।
- Done- 23/120 এই রকম দেখতে পারবেন। মানে ২৩ জন কাজটি করেছে। Total ১২০ জন কাজটি করতে পারবে।
0 comments:
Post a Comment