Microworkers এ আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন। তবে সব ক্যাটাগরির কাজ এক সাথে পাবেন না। একেক সময় একেক employer একেক ধরনের কাজ ছাড়ে।
আপনি নিম্নোক্ত ধরনের কাজ পেয়ে থাকবেন Microworkers এ -
Keyword Search+visit
YouTube
Blog/website
Forum
Apps download+install
Blog comment
Bookmarking
Keyword search+visit এই কাজের ক্ষেত্রে আপনাকে তারা একটি keyword দিয়ে দিবে। সেটা দিয়ে গুগলে সার্চ করে একটি website এর লিংক সাবমিট করার কথা বলবে। আবার সেই পেইজ থেকে ২ টা sentence কপি করে সাবমিট করতে বলতে পারে। ২-৩ টা প্রুফ চাইলে 1‚2‚3‚...... এইভাবে সিরিয়াল করে proof সাবমিট করবেন।
YouTube এর কাজের ক্ষেত্রে video দেখতে বলতে পারে, YouTube Channel এ subscribe করতে, লাইক করতে কিংবা কমেন্ট করতে বলতে পারে। এই কাজ গুলা সহজ।
Facebook এর কাজের ক্ষেত্রে আপনাকে তাদের পেইজে লাইক করতে বলবে, কোন কিছু আপনার wall এ পোস্ট কিংবা শেয়ার করতেও বলতে পারে। এই কাজ গুলাও খুব সহজ। আপনি ২ মিনিটের মধ্যেই করে ফেলতে পারেন।
Twitter এর কাজের ক্ষেত্রে আপনাকে কোন একটা লিংক tweet করতে বলতে পারে। মাঝে মাঝে twitter এ আপনার ফলোয়ার ৩০০+ চাইতে পারে। তখন যদি আপনার ৩০০+ ফলোয়ার থাকে তবেই কজটি করবেন।
Blog/website এর ক্ষেত্রে আপনার নিজস্ব একটি PR0/PR1/PR2/PR3/PR4 ব্লগ অথবা ওয়েবসাইট থাকতে হবে। তারা তাদের লিংক আপনার সেই ওয়েবসাইটে বসাতে বলবে কিংবা একটি পোস্ট করে সেই লিংকটা পোস্টে দিতে বলবে। এই কাজ গুলার জন্য ভাল মানের এমাউন্ট পে করে। এইগুলা করার জন্য একটি High PR ব্লগ সাইট কিনে নিবেন। PR হল পেইজ Rank.এটা 1-10 পর্যন্ত থাকে। PR4 হলেই enough আপনার জন্য। PR4 ব্লগ কিনতে 15$-20$ এর মতো লাগতে পারে। কিনতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে কিনতে সহায়তা করব।
Forum এর ক্ষেত্রে আপনাকে বিভিন্ন High PR ফোরাম সাইট খুজে বের করে নিতে হবে। তারপর employer যে keyword দিবে সেই keyword সম্পর্কিত একটি article লিখে Forum সাইটে পোস্ট করতে হবে আর সাথে একটি লিংক দিতে হবে। এই কাজ গুলো কঠিন। ভালভাবে না বুঝলে বাদ দিন। এই গুলা ১-২ জন লোক করে।
Apps Download+install এর ক্ষেত্রে আপনাকে একটি app এর লিংক দিবে সেটা download করে install করবেন। screenshot চাইলে দিয়ে দিবেন। এই কাজে android/iphone এর apps download করতে বলে।
Blog comments এর ক্ষেত্রে বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে একটি কমেন্ট করবেন সেই পোস্ট রিলেটেড আর employer একটি লিংক দিবে সেটা কমেন্টের সাথে add করে দিবেন।
Bookmarking এর কাজের ক্ষেত্রে আপনাকে বিভিন্ন bookmarking সাইট (Reddit,Digg etc.) এ তাদের ওয়েব সাইটের লিংক সাবমিট করতে বলবে। তাই আগে থেকেই বিভিন্ন bookmarking সাইটে sign up করে রাখুন।
hmm... sathe asi. :)
ReplyDeleteGood
ReplyDelete