PTC সাইটে যে ইনকাম হয় তা খুব বেশি না। কিন্তু আপনি এই যতসামান্য ইনকামকে কয়েক গুন বাড়াতে পারেন একটু কষ্ট করেই।
এজন্য আপনাকে Referral সংখ্যা বাড়াতে হবে। Referral শুধু বাড়ালেই হবে না, Referral গুলো Active হতে হবে। আপনার যদি ভাল মানের Active Referral থাকে তবে আপনার প্রচুর ইনকাম হবে।
মনেকরি আপনার Active Referral আছে ১০০ জন। তারা সবাই যদি ১ দিনে ৪ টা করে ক্লিক করে তবে মোট ক্লিক সংখ্যা হবে ১০০×৪=৪০০ ক্লিক।
আপনার সেই সাইটের Referral কমিশন যদি থাকে $0.001 তাহলে ১ দিনে আপনার Referral থেকে ইনকাম হবে ৪০০×০.০০১=০.৪০ আর ১ মাসে হবে ৩০×০.৪০=$12.00 শুধুমাত্র ১ টি সাইট থেকে। যদি ৫০০ Referral হয় আর তারা যদি ৪ টি ক্লিক করে তবে প্রতিদিন হবে ৫০০×৪=২০০০ ক্লিক, ইনকাম হবে ২০০০×০.০০১=২ ডলার আর মাসে হবে ২×৩০=৬০ ডলার, এভাবে আপনার Referral যত বেশি হবে ইনকাম ততই বেশি হবে। অনেক গুলো ভাল সাইটে একসাথে কাজ করে যাবেন তাহলে আপনি ভাল মানের টাকা ইনকাম করতে পারবেন।
Direct Referral+Rented Referral ২ টাই বাড়ানোর চেষ্টা করবেন। অনেক সাইটে Rental Referral এর সুবিধা নাই, সেখানে আপনাকে Direct Referral দিয়েই ইনকাম বাড়াতে হবে। PTC সাইট এ ডুকে আপনার প্রোফাইল এ যান সেখানে Referral Tools অপশন দেখতে পারবেন। সেখানে আপনি আপনার Direct Referral এর লিঙ্ক পাবেন। সেই লিঙ্ক আপনি Facebook এ পোস্ট করে বন্ধুদের নিমন্ত্রণ করেন। আপনার Website বা Blog সাইট থাকলে সেখানে ও দিতে পারেন। এভাবে আপনি চেষ্টা করে আপনার Referral সংখ্যা বাড়াতে পারবেন। Rental Referral $ (Dollar) দিয়ে কিনতে হবে। PTC সাইটে Rental Referral এর Price দেওয়া আছে। আপনার সামর্থ্য অনুযায়ী কিনে Referral সংখ্যা বাড়িয়ে নিবেন। এক দিনে কয়েকশত Referral বানাবেন এই রকম মনোভাব থাকলে বাদ দেন। আস্তে আস্তে বাড়বে। এক দিনে সব কিছু হয় না আর করাও যায় না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। অপেক্ষা করুন অবশ্যই সফল হবেন ইন শাহ আল্লাহ্
আপনার Referral থাকা অবস্থায় অবশ্যই সেই সাইটে প্রতিদিন আপনাকে ৪ টি ad এ ক্লিক করতেই হবে। একদিন না করলে সেই দিনের Referral কমিশন পাবেন না।
Thank you for this good post
ReplyDelete