Neobux থেকে যদি আপনি প্রতিদিন সব গুলো ad এ continue ক্লিক কএ জান তবে আপনার ইনকাম তেমন বেশি হবে না।
বেশি ইনকাম করতে হলে আপনাকে কিছু tips অনুসরণ করতে হবে। নিওবাক্স থেকে দুই ভাবে আয় বাড়াতে পারবেন।
1. Direct Referral
2. Rental Referral
Direct Referral হল আপনার লিঙ্কের মাধ্যমে যারা Neobux এ sign up করবে তারা হবে আপনার direct referral. তারা কাজ করলে তাদের কাজের কমিশন আপনাকে প্রদান করবে। তাদের একাউন্ট থেকে কিন্তু কোন টাকা কাটবে না। এটা আপনাকে বোনাস হিসেবে দিবে। আপনার direct referral যদি ১০০ হয় তারা যদি প্রতিদিন ৪ টা করে ক্লিক করে তবে প্রতিদিন direct referral থেকে আপনার ভাল ইনকাম হবে।
আবার আপনি $ দিয়ে Referral আপনার জন্য ভাড়া করেও নিতে পারেন। তারা আপনার জন্য কাজ করবে। ভাড়া করার জন্য বিভিন্ন প্যাকেজ আছে। আপনারা সাইটে গেলেই সব বুঝতে পারবেন।
আপনার Referral যত বেশি হবে আপনার ইনকাম ততো বেশি হবে। আপনার direct referral link আপনার প্রোফাইল এ Referral Tools এ গেলেই পাবেন। সেই লিঙ্ক Facebook এ দিয়ে দিন আর বন্ধুদের Join করতে বলুন। তারা যদি আপনার লিঙ্ক দিয়ে জয়েন তাহলে তারা আপনার direct referral হয়ে যাবে আর আপনার ও ইনকাম বেড়ে যাবে। এভাবে referral এর দিকে গুরুত্ব দিবেন। আপনার একাউন্টে যখন $2.0+ হবে তখন Payza তে withdraw দিতে পারবেন।
বুঝতে অসুবিধা হয়ে comment এ জানাবেন।
$$$ ধন্যবাদ $$$
0 comments:
Post a Comment