How to make money from Neobux.
Neobux থেকে আয় করুন প্রতিদিন অসংখ্য $
Neobux একটি জনপ্রিয় PTC সাইট। আপনারা এই সাইট থেকে নিশ্চিন্তে কাজ করে আয় করতে পারেন। এটা Legit & Trusted সাইট। এখানে কাজ করে প্রতারিত হবার কোন সুযোগ নাই।
প্রথমে www.neobux.com এই সাইটে প্রবেশ করুন।
সাইটে ডুকলে আপনি বিভিন্ন অপশন দেখতে পারবেন। Sign Up এ ক্লিক করুন। তারপর আপনার নাম, ইমেল এড্রেস, জন্ম তারিখ, প্রভৃতি জিনিস গুলো দিয়ে Sign Up সম্পূর্ণ করুন। Complete হলে তারা আপনার ব্যবহৃত ইমেল একটি ইমেল পাথাবে। সেই ইমেলটা অপেন করুন। একটি Link পাবেন। সেটাতে Click করলে আপনার Neobux একাউন্টটি active হবে। পরে কাজ শুরু করতে পারবেন।
উপরে Earn Money অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করলে আপনি ১৫-২০ টি ad দেখতে পারবেন। ad গুলুর value $0.001 করে। অর্থাৎ প্রতিটি ad এ ক্লিক করলে আপনাকে $0.001 করে দিবে। যেকোন ১ টি ad এ ক্লিক করুন। ক্লিক করার পর ad এর মধ্যে একটি লাল বল দেখতে পারবেন। বলের উপর ক্লিক করুন। নতুন একটি পেইজ অপেন হবে। উপরে Time Loading হতে দেখবেন। সময় শেষ হয়ে গেলে captcha দেওয়া লাগতে পারে। সেটা দিয়ে দিন দেখবেন Your account is credited দেখতে পাবেন। পরে সেটা close করে দিন। এভাবে বাকি সব ad গুলোতে ক্লিক করুন। প্রতিনিন এভাবে কাজ করে জান। এই সাইটে প্রতিদিন ১৫-২০ টি ad দিয়ে থাকে।
0 comments:
Post a Comment