PTC মানে হল Paid to click.
অর্থাৎ বিভিন্ন লিঙ্কে ক্লিক কুরতে হবে ফলে তারা টাকা দিবে। প্রতি ক্লিকে আপনাকে নির্দিষ্ট আকটা এমাউন্ট দিবে। এখন প্রশ্ন থাকতে পারে কোথায় ক্লিক করব? কিভাবে ক্লিক করতে হবে? কতো সেন্ট করে দিবে? সেন্ট হল ডলার এর ক্ষদ্র অংশ। ১০০ সেন্ট = ১ ডলার।
অনেক PTC সাইট রয়েছে তবে ৮০% ই ভুয়া। আপনাকে ভাল গুলো খুজে বের করতে হবে। চিন্তার কোন কারণ নেই আমরাই আপনাকে আসল PTC সাইট গুলোর সাথে পরিচয় করিয়ে দিব। ভুয়া পিটিসি সাইট গুলা আপনাকে দিয়ে কাজ করিয়ে নিবে কিন্তু কোন টাকা পেমেন্ট করবে না। আপনার এতো দিনের কস্টের ফসল সবই মাটি করে দিবে। ভুয়া PTC সাইট গুলো সর্বদাই তাদের মেম্বারদের কে লোভ দেখিয়ে তাদের সাইটে কাজ করতে আগ্রহী করে তুলতে চেষ্টা করে।
PTC সাইটে কাজ করার আগে সেই সাইট সম্পর্কে Google থেকে তথ্য জেনে নিয়ে যদি আসল/Legit মনে হয় তবেই কাজ করবেন। সাইটের Alexa Rank, Visitors ইত্যাদি ভাল করে দেখে নিবেন। যদি ভাল Rank এবং প্রচুর ভিজিটর থাকে তবেই সেটা ভাল মনে করবেন। ভাল সাইট না হলে প্রচুর ভিজিটর ও Alexa Rank ভাল হবে না।
সাইটের Domain এর মেয়াদ ও দেখা উচিত।
যে সকল সাইটে প্রতি ক্লিকে $0.2+ করে ad দেয় এবং সর্বনিম্ম Withdraw Rate $20+ থাকবে সেগুলোতে কখনও কাজ করবেন না। এগুলা ১০০% ভুয়া।
সাইটে লক্ষ্য করবেন Payment Proof অপশন আছে কিনা, অবশ্যই থাকা লাগবে। লেটেস্ট পেমেন্ট গুলা দেখে নিবেন। অনেক পিটিসি সাইটের ad গুলোতে malware থাকে। তাই ভাল এন্টিভাইরাস ব্যবহার করবেন। যে সকল PTC সাইটের মেয়াদ ২ বছর পার হয়ে গেছে সেগুলো Legit Site মনে করবেন। PTC সাইটে সাধারণত $0.001-$0.10 এই value ad দেয়। বিভিন্ন সাইটে বিভিন্ন রকম ad দেয়। আবার একেক সাইটে ১০/১৫/২০/৪০/৭০/১০০ এই পরিমাণ ad আসে। আপনারা সাইটে কাজ করলেই বুঝতে পারবেন।
পিটিসি সাইট এ কাজ করা অনেক সোজা আর সহজ। যারা নতুন তাদের জন্য PTC সাইটে কাজ করতে সহজ হবে। তাই আমরা PTC নিয়ে প্রথমে পোস্ট করতেছি।
0 comments:
Post a Comment