অনলাইনে আয় শুরু করার নিয়মাবলী:
আপনারা যারা অনলাইনে ইনকাম করতে চান কিন্তু কিভাবে শুরু করবেন কিংবা শুরু করতে গেলে কি কি লাগবে, কোথায় থেকে শুরু করতে হবে এসব কিছুই জানেন না তাদের জন্যেই আজকের এই পোস্ট।
অনলাইনে ইনকামের বিভিন্ন পদ্ধতি রয়েছে। আপনি যেটা সহজ মনে করবেন, যেটা করতে পারবেন সেইটা দিয়েই শুরু করবেন। পরে আস্তে আস্তে অনেক কিছু নিজেই শিখে ফেলতে পারবেন।
অনলাইনে আয় শুরু করতে হলে কি Computer/Laptop থাকতেই হবে? না। আপনার যদি একটি Android ফোন থাকে তবে তা দিয়েই অধিকাংশ কাজ করতে পারবেন। ৮০ হাজার টাকা দিয়ে আইফোন কিনলে ও কম্পিউটারের অধিকাংশ কাজই করা যাবে না। আপনার যদি কম্পিউটার থাকে তবে তোহ ভালই হবে। না থাকলে মোবাইল দিয়েই হবে।
অনলাইনে আয়ের পদ্ধতি সমূহ:
১. PTC (paid to click) সাইট থেকে আয়।
২. AdSense (YouTube) থেকে আয়।
৩. Microjob করে আয়।
৪. Blogging করে আয়।
৫. Freelancing করে আয়।
ইত্যাদি ইত্যাদি আরও অনেক ভাবে অনলাইন থেকে আয় করা যায়।
আমরা ধারাবাহিক ভাবে সকল পদ্ধতি আলোচনা করবো এবং কিভাবে আয়ক্রিত টাকা হাতে আনবেন তাও আলোচনা করব ইন শাহ আল্লাহ।
আপনারা যারা অনলাইনে ইনকাম করতে চান কিন্তু কিভাবে শুরু করবেন কিংবা শুরু করতে গেলে কি কি লাগবে, কোথায় থেকে শুরু করতে হবে এসব কিছুই জানেন না তাদের জন্যেই আজকের এই পোস্ট।
অনলাইনে ইনকামের বিভিন্ন পদ্ধতি রয়েছে। আপনি যেটা সহজ মনে করবেন, যেটা করতে পারবেন সেইটা দিয়েই শুরু করবেন। পরে আস্তে আস্তে অনেক কিছু নিজেই শিখে ফেলতে পারবেন।
অনলাইনে আয় শুরু করতে হলে কি Computer/Laptop থাকতেই হবে? না। আপনার যদি একটি Android ফোন থাকে তবে তা দিয়েই অধিকাংশ কাজ করতে পারবেন। ৮০ হাজার টাকা দিয়ে আইফোন কিনলে ও কম্পিউটারের অধিকাংশ কাজই করা যাবে না। আপনার যদি কম্পিউটার থাকে তবে তোহ ভালই হবে। না থাকলে মোবাইল দিয়েই হবে।
অনলাইনে আয়ের পদ্ধতি সমূহ:
১. PTC (paid to click) সাইট থেকে আয়।
২. AdSense (YouTube) থেকে আয়।
৩. Microjob করে আয়।
৪. Blogging করে আয়।
৫. Freelancing করে আয়।
ইত্যাদি ইত্যাদি আরও অনেক ভাবে অনলাইন থেকে আয় করা যায়।
আমরা ধারাবাহিক ভাবে সকল পদ্ধতি আলোচনা করবো এবং কিভাবে আয়ক্রিত টাকা হাতে আনবেন তাও আলোচনা করব ইন শাহ আল্লাহ।
0 comments:
Post a Comment