Income With Captcha Work
আজকে আমি Captcha Complete করে কিভাবে Income করবেন তা নিয়ে আলচনা করব। প্রথমে নিচের Link এ গিয়ে একটা আকাউন্ট খুলেন।Sign up
আপনার Email and Others Details দিয়ে Account টি খুলে ফেলুন।
Start Work এ Click করে আপনি কাজ শুরু করবেন। যখন কাজের মধ্যে বিরতি দিবেন তখন Stop দিয়ে রাখবেন। উপর থেকে আপনি কত গুলো Captcha Complete করেছেন তা দেখতে পারবেন। কত ডলার আপনার Account এ জমা হইসে তা ও দেখতে পারবেন । একেক সময় একেক ধরনের $0.19/0.35/0.27/0.48/0.56/0.6 ইত্তাদি bid দেয়। আপনি যদি ভুল কাজ করেন তাহোলে আপণাড় একাঊন্ট থেকে কিছু পরিমান সেন্ড কেটে নেওয়া হবে। আপনি যে Captcha টি বুঝবেন না তা Skip দিবেন। যদি কোন Captcha নাক আসে তাহলে Ist Not A Captcha দিবেন । আপনি Typing করতে থাকলে Captcha করার সময় বাড়তে থাকবে।
এক দিন কাজ করে কেউ বড় লোক হতে পারে না, তাই প্রতিদিন কাজ করেন। আস্তে আস্তে আপনার income বেড়ে যাবে।
এভাবেই প্রতিদিন কাজ করতে থাকুন। আপনার একাউন্ট এ $1.0 হলেই Payza দিয়ে অল্প সময়ের মদ্ধে Payment নিতে পারবেন।
nice
ReplyDelete