Earn Money from Microworkers
Microworkers হচ্ছে মাইক্রো জব প্লাটফর্ম, এখানে আপনি ছোট ছোট কাজ করে অনেক ডলার ইনকাম করতে পারবেন। পিটিসি সাইটে কাজ করলে আপনাকে তারা প্রতি কাজে $0.001 করে দেয়। আর একটি কাজ করতে সময় লাগে 15-20 sec এমনকি আরো বেশিও লাগে। কিন্তু আপনি যদি মাইক্রোওয়ার্কার্স এ কাজ করেন তাহলে এখানে সর্বনিম্ন কাজের রেট $0.05, আর এই কাজ করতে আপনার ২-৩ মিনিট আর সর্বোচ্চ ৫ মিনিট লাগতে পারে। ২০ টি পিটিসি সাইটে কাজ করলে যে $ পাবেন microworkers এ কয়েকটি কাজ করলে তার চেয়ে বেশি $ পাবেন। এখানে বিভিন্ন ধরনের কাজ আসে। আপনি যেগুলো করিতে পারবেন সেইগুলোই করবেন। যেগুলো পারবেন না, বুঝবেন না সেইগুলা করবেন না। এইখানে সব কাজ একসাথে আসে না। মানে আপনার একাউন্ট এ দেখবেন এক ধরনের কাজ, আরেক জনের একাউন্টের
মধ্যে দেখবেন আরেক ধরনের কাজ আসতেছে। সব কাজ সব সময় সবার একাউন্টে আসে না।
কিভাবে আপনি hidden jobs গুলো বের করে আনবেন আর বেশি কাজ করবেন সেটা নিয়ে পরে আলোচনা করা হবে। আপনার কাজ যদি সঠিক হয় তাহলে আপনি সেই কাজের পেমেন্ট পাবেন। ভুল কাজ হলে Not Satisfied হবেন। মানে cross খাবেন। তাই সঠিক ভাবে কাজ করবেন। microworkers এ কিছু Rules আছে। আপনাকে অবশ্যই সেই গুলো পালন করে কাজ করতে হবে।
Microworkers এ কখনোই ২ টা একাউন্ট খুলা যাবে না। তাহলে সব গুলা account ব্যান করে দিবে।
আপনাকে অবশ্যই আপনার অরিজিনাল ঠিকানা ব্যবহার করতে হবে। কেননা প্রথম বার যখন পেমেন্ট এর জন্য Request করবেন তখন তারা আপনার ঠিকানা verify করার জন্য আপনার ব্যবহার করা ঠিকানায় একটি চিঠি পাথাবে। সেখানে পিন নম্বর থাকবে। সেই পিন বসালে আপনার skrill একাউন্ট এর মধ্যে টাকা পাঠিয়ে দিবে।
আর এখানে সর্বনিম্ন পেমেন্ট $9.00 আর $9.00 এর জন্য ভ্যাট $0.65
আপনার একাউন্টে যদি $9.65+ হয় তবেই পেমেন্ট request করতে পারবেন।
Microworkers এ আপনাকে success rate maintain করতে হয়। আপনার temporary success rate যদি 75% এর নিচে নেমে যায় তাহলে আর নতুন কাজ সাবমিট করতে পারিবেন না। Employeer রা যখন আপনাকে পূর্বের কাজ গুলার Rate করবে, মানে পেমেন্ট করবে তখন success rate বাড়বে ফলে নতুন কাজ করতে পারবেন। সাধারণত ২/৫/৭/১৪ দিন এই রকম সময়ের মধ্যে emploeer রা paid/Rate করে দেয়। এই সময়ের মধ্যে তারা manually রেট না করলে সময় শেষ হবার সাথে সাথেই auto পেমেন্ট পেয়ে যাবেন।
Hmm... Good Post.
ReplyDeleteI always try to make good & helpful post. Stay with us...
Delete